সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক গার্মেন্টস কর্মী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।এতে আহত হয়েছে আরও দুই গার্মেন্ট কর্মী।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, রাত ১১টার দিকে গার্মেন্টস থেকে বের হওয়ার সময় অনেক শ্রমিক মহাসড়ক পার হচ্ছিল। এসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি বাস হঠাৎ তিনজন শ্রমিককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।