সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ, দিনাজপুর ও চাপাইনবাবগঞ্জে তিন জন নিহত
- আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, দিনাজপুর ও চাপাইনবাবগঞ্জে তিন’জন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের সংঘর্ষে শরীফ নামে এক বাসের হেলপার নিহত হয়েছে। এসময় আরো কয়েক যাত্রী আহত হন। সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামিরদিয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি বিষয়টি নিশ্চিত করেছে।
দিনাজপুর-রংপুর হাইওয়ে মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম ইসলাম নিহত হয়েছে। গেল রাত সাড়ে ১১টায় দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দেবীগঞ্জ বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ইসলাম সৈয়দপুর অঞ্চলের এ্যালকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটিভ হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে সকালে মোটরসাইকেলের পিছনে বসা একজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এবং সেই সাথে মোটর সাইকেল চালক আহত হয়। নিহত মোটর সাইকেল আরোহী জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে ইউসুফ আলী।