সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ৪ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ৪ জন নিহত হয়েছে।
রাঙ্গামাটির সাজেকে একটি কলাবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে মাচালং বাজার থেকে কলাবোঝাই গাড়িটি বাঘইহাটে আসার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন দু’জন।
সাতক্ষীরা দেবহাটার সখিপুরে ট্রাক চাপায় আবুল কালাম নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পেছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জে বাসের চাপায় কালাম সরদার নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মারিদুল ইসলাম জানান, খুলনাগামী সেতু ডিলাক্সের একটি দ্রুতগামী বাস কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।