সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর, কক্সবাজার, ময়মনসিংহে ৭ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর, কক্সবাজার, ময়মনসিংহে ৭ জন নিহত হয়েছে।
লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো আহত হয়েছে ১৫ জন। সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর -চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফোরকান উদ্দিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। গেলো রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুশুল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।