সড়ক দুর্ঘটনায় শেরপুর এবং সাতক্ষীরায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় শেরপুর এবং সাতক্ষীরায় তিনজন নিহত হয়েছে।
শেরপুর সদর উপজেলার তারাকান্দী বাজার এলাকায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, তারাকান্দী বাজারের মালী শহিদুল ইসলামের স্ত্রী খুকি বাজারের উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ী তাকে চাপা দেয়। এসময়, তারাকান্দী বাজারের ওয়েল্ডিং মিস্ত্রি জাফর এই দুর্ঘটনা দেখে ওই গাড়ীটিকে থামাবার চেষ্টা করলে তাকেও চাপা দিয়ে চালক গাড়ীসহ দ্রুত পালিয়ে যায়। পরে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এসে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এদিকে, সকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী সাত্তার শেখ নিহত হয়েছে।