সড়ক দুর্ঘটনায় শেরপুর, সিরাজগঞ্জ ও পটুয়াখালীতে প্রাণ গেলো ৬ জনের
- আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলদা সড়ক দুর্ঘটনায় শেরপুর, সিরাজগঞ্জ ও পটুয়াখালীতে ৬ জন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায়–শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে পিকনিক থেকে ফেরার পথে ট্রলি উল্টে দু’জনের মৃত্যু হয়। চর এলাকার ব্রিজের কাছে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হন গাড়িতে থাকা সবাই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ৪ জনের অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে নেয়ার পথে ইসমাইল ও সাইদুল নামে দুজন মারা যায়।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তারা।
পটুয়াখালীর কলাপাড়ায় যমুনা লাইন নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি ৫ জন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এসময় ঘুটবাছা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে আসা যমুনা লাইন বাসটি ইজিবাইকটি চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।