সড়ক সংস্কার না হওয়ায় নেত্রকোণার আটপাড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ
- আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে মাত্র তিন কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় নেত্রকোণার আটপাড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। এমতাবস্থায় নিজস্ব অর্থায়নেই সেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী যদিও অর্থ বরাদ্ধ পেলেই সড়কটি পাকা করণের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের।
নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চাঁনপুরে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।দশভাগিয়া শুনই থেকে চাঁনপুর হয়ে সাবানিয়া পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার এই সড়কের বিভিন্ন অংশেই সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত।ফলে যানবাহন চলাচল একেবারেই বন্ধ থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।
সড়ক ও জনপদ বিভাগকে বার-বার লিখিত আবেদন জানালেও সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। এমতাবস্থায় নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী।
এদিকে, জেলায় সাড়ে ৪ হাজার কিলোমিটারেরও বেশী সড়ক এখনো কাঁচা।তবে বরাদ্ধ পেলে শিগগিরই চাঁনপুর সড়কটি পাকাকরণের কথা জানান এলজিইডি’র এই নির্বাহী প্রকৌশলী। গ্রামের এ সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।