সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৭ টাকা
- আপডেট সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আবারও সয়াবিন তেলের দাম বাড়ল। এবারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। এখন থেকে ১৬০ টাকা দরে বিক্রি হবে। আগের দর ছিল ১৫৩ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি। এতে সাধারণ মানুষে নাভিশ্বাস উঠলেও ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে বাজারে দাম বাড়ায় বেশী দামে কিনতে হবে ভোক্তাদের।
এক বছরের ব্যবধানে সয়াবিন তেলের বেড়ে প্রায় দিগুণ। সর্বশেষ গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। গেল চার মাস প্রতি লিটার ১৫৩ টাকা বিক্রি হলেও গতকাল আবারও দাম বাড়ানো হয় প্রতি লিটারে ৭ টাকা।
এতে দুশ্চিন্তায় নিম্ন আয় ও মধ্যবিত্ত শ্রেনীর ভোক্তোরা। তাদের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন। এর মধ্যে আবারও তেলের দাম বাড়ানো অযৌক্তিক।
দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছে সাধারণ ভোক্তারা।
তেলের দাম বাড়ার কারণ জানতে চাইলে পাইকারী ভৌজ্যতেল ব্যবসায়িক সমিতির সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে।
দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ২০২০ সালের পর থেকে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কথা বলে দেশে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।