হংকংয়ের স্বায়ত্তশাসনবিরোধী নেতাদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
হংকংয়ের স্বায়ত্তশাসনবিরোধী চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।
দলটির বর্তমান ও সাবেক নেতাদের বিরুদ্ধে শুক্রবার ওই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও । চীনের ক্রমাগত প্রভাব বিস্তারের মুখে হংকংয়ের পাশে থাকার বার্তা দিয়ে ‘হংকং স্বায়ত্তশাসন আইন’ পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে এ বিল। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপানোর জবাবে যুক্তরাষ্ট্র এ বিল এনেছে। চীনকে শাস্তি দিতে এ বিল পাস করেছে সিনেট। এর আওতায় হংকংয়ের স্বায়ত্তশাসন খর্বে চীনের চেষ্টায় কেউ সমর্থন দিলে সেই ব্যক্তি বা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়বে। এছাড়াও সমর্থন দেয়া কারও সঙ্গে কোনো ব্যাংকের লেনদেন থাকলে সেই সব ব্যাংকের ওপর আরোপ হবে এ নিষেধাজ্ঞা।