হজযাত্রী নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
চলতি বছরে হজে যেতে নিবন্ধনের শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। আজ সন্ধ্যা পার হলেও বাংলাদেশ থেকে হজে যাওয়ার কাঙ্ক্ষিত কোটা পূরণ হয়নি। তাই নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হলো।
আগামী ২১ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে বলে আজ সন্ধ্যায় জানান ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। তিনি বলেন, হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আশা করছি, এ সময়ের মধ্য কোটা পূরণ হবে।