হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। টানা অবরোধে সহিংসতা, গাড়িতে আগুন, ভাঙচুর চলছে বিভিন্ন সড়কে। এর প্রভাব পড়েছে বগুড়ার ব্যবসা-বাণিজ্যে। ধস নেমেছে কেনা-বেচায়। মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
হঠাৎ উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ
- আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ২৩৬৭ বার পড়া হয়েছে
হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। টানা অবরোধে সহিংসতা, গাড়িতে আগুন, ভাঙচুর চলছে বিভিন্ন সড়কে। এর প্রভাব পড়েছে বগুড়ার ব্যবসা-বাণিজ্যে। ধস নেমেছে কেনা-বেচায়। মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
চৈত্রের খরতাপের মত সড়ক আর মহাসড়ক এখন গরম। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, পিকেটিং, রোড বেরিগেড চলছে। আবার মোটর সাইকেল ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ, কিংবা গাড়িতে আগুন দেয়া হচ্ছে। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে পরিবহন চলাচল। শহর বন্দরে মানুষের উপস্থিতি কমে গেছে। এতে আর্থিক মন্দার কবলে পড়েছে ছোট বড় ব্যবসা। মার্কেট দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই। বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আগামীদিনগুলো নিয়ে আরো শংকিত। আবার নিরাপত্তার আশঙ্কায় উদ্বিগ্ন সকলেই।
আন্দোলনের বিকল্প কর্মসূচির দাবি করলেন ব্যবসায়ীদের এই নেতা। ব্যবসায়ীদের স্বার্থে রাজনৈতিক সহিংসতা বন্ধ আর সকলের নিরাপত্তার দাবি জানান সকলেই।