হঠাৎ করে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে ওমিক্রনের সংক্রমণ
- আপডেট সময় : ০৪:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
হঠাৎ করে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ। গত দুসপ্তাহের চেয়ে শনাক্ত বেড়েছে ৩০ গুণ। গেল দুই দিন আক্রান্ত হয়েছে ২শ’র বেশি। প্রতিদিন নগরীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে করোনা রোগী। এদিকে, নতুন এ ধরন অমিক্রনের প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে বৈশ্বিক বিরুপতা ও জনগণের অসচেতনতাকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।
গেল বছরের ডিসেম্বরের শেষ ১৪ দিনে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৪৪ জন, কিন্তু নতুন বছরের প্রথম ১৪দিনে সেই সংখ্যা দাঁড়িয়েছে
১ হাজার ৫৫৫ জনে। বিশেষজ্ঞরা আশংকা করছেন, করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। পাশাপাশি মানুষের অসচেতনতাও সংক্রমণ বৃদ্ধির জন্য অনেকটাই দায়ী।
এই দিকে সাধারণ মানুষ বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে, মেনে চলতে হবে সরকারি বিধিনিষেধ।
নগরীর হাসপাতালগুলোতে দীর্ঘদিন করোনা রোগীর চাপ না থাকলেও হঠাৎ করে সংক্রমণ বাড়ায় হাসপাতালে হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ফলে চিকিৎসা সেবায় নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে সব হাসপাতা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশংকা, সামনে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে, এমন পরিস্থিতিতে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পড়া, জনসমাগম এড়ানোসহ স্বাস্থ্যবিধি মেনে চলাই কেবল হতে পারে করোনা থেকে রক্ষার অন্যতম উপায়।