হঠাৎ বৃষ্টিতে বিঘ্নিত ঈদ আনন্দ ফিরেছে বিকেলের সোনা রোদে

- আপডেট সময় : ০৭:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
ঈদের দিন হঠাৎ বৃষ্টির বাগড়ায় বিঘ্নিত হয় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদ আনন্দ। বৃষ্টির সঙ্গে কালবৈশাখির ছোবলে ক্ষতিও হয় ব্যাপক। বুধবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সকাল ও দুপুরে নগরবাসীর ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়লেও বিকেলে রোদের আলোয় বিনোদন প্রেমিদের পদচারণায় মুখরিত হয় নগরীর উন্মুক্ত স্থানগুলো।
ঈদের সকালে এমন ঝড় বৃষ্টি নগরবাসীর ঈদ আনন্দের পরিকল্পনায় বাঁধ সাধে।
সকাল গড়িয়ে দুপুর হয়।আকাশে কালো মেঘের ঘনঘটা। মন চাইলেও তাতে সায় মেলা ভার। তাইতো ঘরবন্দী নগরবাসী। রাজধানীর বিভিন্ন সড়কে নেই কোলাহল ও স্বাভাবিক কোনো পদচারণা।
আবহাওয়া অফিস জানায়, ৬৪ জেলায় বৃষ্টি হলেও সবচে বেশি ঝড়েছে কুষ্টিয়ার কুমারখালিতে ৪৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি রেকর্ড হয় ১৪ মিলিমিটার। বুধবার দুপুরের পর আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অধিদপ্তর।
দুপুরের পরই বিকেলে সোনা রোদ দেখা দেয়। ঘরবন্দি মানুষ বাইরে বেরুতে শুরু করে।উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলো ক্রমেই মুখর হতে থাকে।
শুধু বিনোদন কেন্দ্রগুলো নয় মোটরসাইকেল,রিকশা,ও ব্যাক্তিগত গাড়ি করেও ঘুরে বেড়াতে শুরু করে নগরবাসী।
পড়ন্ত বিকেলে হাতিরঝিলসহ উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলো জনারণ্যে পরিণত হয়। শিশুরাও বাবা মায়ের সাথে ঈদ আনন্দ উৎযাপনে ঘর থেকে বেরিয়ে পড়ে।
ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক-এমন প্রত্যাশা সবার।