হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন
- আপডেট সময় : ০৭:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন বলে জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের পিডি মাহবুব হোসেন। তিনি জানান, দেশের প্রায় ৯ লাখ গৃহ ও ভূমিহীন পরিবার সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর পাচ্ছেন। এটি বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা।
দেশের ইতিহাসে দ্বিতীয় বারের মতো ৫০ হাজার ৩৪০টি হতদরিদ্র, গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় রোববার এই ঘর ও জমি প্রদান করা হচ্ছে।
স্বপ্নহীন এই পরিবারগুলো ঘর ও জমি পেলে আবার নতুন করে বাঁচার স্বপ্ন বুনবেন বলে জানান। গৃহহীনদের স্বপ্ন পূরণে নিষ্ঠার সাথে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্প-২-এর পিডি মাহবুব হোসেন বলেন, বিশ্বের ইতিহাসে এটি এক বিরল ঘটনা।