হত্যা-সহিংসতায় বিএনপির হাতে ক্ষতিগ্রস্থ গণতন্ত্র : কাদের
- আপডেট সময় : ০৩:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৭৬০ বার পড়া হয়েছে
বিএনপি সবসময় হত্যা ও সহিংসতার মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করেছে। তারা সরকারে ও বিরোধী দলে থেকেও গণতন্ত্রের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নূর হোসেনের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর, এ কথা বলেন তিনি। নূর হোসেন দিবস উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা জানায়।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন আজ। ১৯৮৭ সালের এই দিনে বুকে-পিঠে “গনতন্ত্র মুক্তি পাক, স্বৈরচার নিপাত যাক” স্লোগান লিখে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেন নূর হোসেন।
দিনটি স্মরণে শ্রদ্ধা জানাতে, গুলিস্তান জিরো পয়েন্টে সমবেত হন নূর হোসেনের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
দেশে এখনো প্রকৃত গনতন্ত্র ফিরে আসেনি বলে মনে করেন অনেকে।
শদ্ধা জানানোর পর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনোই গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেনি।
বিএনপিকে সহিসংতা বন্ধ করে, গনতন্ত্র বাস্তবায়নের আহবান জানান তিনি।
একমাত্র আওয়ামী লীগের নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।