হবিগঞ্জে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ এবং দিনাজপুরে নিজ ঘর থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ এবং দিনাজপুরে নিজ ঘর থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, আব্দুর রউফ ও তার স্ত্রী আলেয়া আক্তার। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টা বাজলেও আব্দুর রউফ দম্পতি ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়। তখন একজন ঘরে ঢুকে দেখেন স্বামী-স্ত্রীর মরদেহ রশিতে ঝুলে আছে।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্তের পর বলা যাবে।
এদিকে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আরেক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাফিজুল ইসলাম ও তার স্ত্রী ফেন্সী বেগম। এলাকাবাসী জানায়, সকালে বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।