হবিগঞ্জে ওজনে কম ও অতিরিক্ত দাম রাখার দায়ে দু’টি ধান-চাল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ওজনে কম দেয়া ও অতিরিক্ত দাম রাখার দায়ে দু’টি ধান-চাল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে রেব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। অবৈধ ধান-চাল মজুদের বিরুদ্ধে দুপুরে শহরের চৌধুরীবাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৫০ কেজি চালের বস্তায় ওজনে কম থাকা এবং অতিরিক্ত দাম রাখার দায়ে মেসার্স শুভ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স রিপন ট্রেডার্সকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।