হবিগঞ্জে করোনার কারণে কোরবানী উপলক্ষে গরু বিক্রি নিয়ে হতাশ খামারীরা
- আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জে করোনার কারণে কোরবানী উপলক্ষে গরু বিক্রি নিয়ে হতাশ হয়ে পড়েছে খামারীরা। গো-খাদ্যের দাম বৃদ্ধি এবং হাটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বিপাকে পড়েছে তারা। ভারতীয় গরু এলে, ন্যায্যদাম না পাওয়ারও আশঙ্কা রয়েছে তদের। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, গরু বিক্রি না হলে ক্ষতিগ্রস্থ হয়ে পথে বসবে অনেক খামারি।
হবিগঞ্জে ছোট-বড় মিলিয়ে প্রায় দু’হাজার পশু খামার রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই গরু মোটাতাজা করে খামারিরা। এ বছর করোনার কারণে গরু বিক্রি নিয়ে হতাশায় পড়েছে তারা। ন্যায্য দামে গরু বিক্রি না হলে ঝুঁকিতে পড়বে খামার।
ক্ষতিগ্রস্থ খামারিদের টিকিয়ে রাখার উপায় বের করতে হবে বলে মনে করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
অনলাইন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে পশু বিক্রির বিষয়ে শিগগিরি ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলা প্রশাসক।
প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, ঈদকে সামনে রেখে এ বছর হবিগঞ্জে প্রায় ৪৬ হাজার গরু, ছাগল, ভেড়া ও মহিষ মোটাতাজাকরণ করা হয়েছে।