হবিগঞ্জে কর্মবিরতি অব্যাহত : কাল আবারও ত্রিপক্ষীয় বৈঠক
- আপডেট সময় : ০৮:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
১৪ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার করে বাগানে কাজে যোগ দিয়েছে চা শ্রমিকদের একাংশ। তবে, নতুন মজুরি ১৪৫ টাকা না মেনে দৈনিক ১২০ টাকাতেই আপাতত কাজ করছেন সিলেট ও মৌলভীবাজারের বেশিরভাগ শ্রমিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মজুরি ঠিক করবেন বলে দাবি তাদের। এদিকে, হবিগঞ্জের চা-শ্রমিকরা এখনো কাজে যোগ দেননি।
গেল রোববার মধ্যরাতে মৌলভীবাজারে এক বৈঠকে আগের মজুরিতে কাজে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় শ্রমিক নেতারা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফিরেছেন। তবে, দ্রুত এর বাস্তবায়ন চান তারা। এর আগে শনিবারে শ্রীমঙ্গলে স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় শ্রম অধিদফতরের মহাপরিচালকের সাথে তাদের বৈঠক হয়। দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর শ্রমিক ইউনিয়ন আন্দোলন থেকে সরে আসার কথা বললেও কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ শুরু করেন সাধারণ শ্রমিকরা।
বিক্ষুব্ধ চা শ্রমিকদের একাংশ সোমবার সকালে সিলেটের মালনীছড়া চা বাগানের মান্ডপ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তবে, প্রধানমন্ত্রীর আশ্বাসের পর কাজে নেমেছে লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে আবারো মাঠে নামার ঘোষণা দেন তারা।আন্দোলনের সময় অনুপস্থিতির মজুরি দেয়ারও আশ্বাস পেয়েছে শ্রমিকরা।
হবিগঞ্জে কাজে যোগ দেয়নি চা শ্রমিকরা। তারা বিভিন্ন বাগানের আশপাশ এলাকায় অবস্থান করছে। দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে কর্মবিরতি পালন করছে আন্দোলনকারীরা। এর মধ্যে দফায় দফায় সভা ও বৈঠক হয়েছে। এতে ২৫ টাকা বাড়িয়ে দৈনিক মজুরি ১৪৫ টাকা করা হয়। কিন্তু, সাধারণ শ্রমিকেরা এ সিদ্ধান্ত না মেনে কর্মসুচি চালিয়ে যাচ্ছে। ২৩ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে দাবি নিয়ে বৈঠকের কথা রয়েছে। এর আগ পর্যন্ত সব বাগানে কর্মসূচি চলবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।