হরতালে সারাদেশে ১৪ যানবাহনে আগুন
- আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
নির্বাচন ঠেকাতে বিএনপির ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতালের দ্বিতীয় দিন আজ। ডাকা হরতালে সারাদেশে ১৪টি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে নাটোর, বগুড়া, সিরাজগঞ্জে সাতটি, ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি, জামালপুরে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম ও ভোলা থেকে ২২ জনকে আটক করা হয়েছে। নেত্রকোনায় ট্রাকে আগুন দেয়ার অভিযোগে বিএনপি ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
হরতাল সমর্থনে সকালে সাতকানিয়ায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া সকালে পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় দাড়িয়ে থাকা দুটি ও চলন্ত গাড়ি থামিয়ে আরো একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময় পটিয়ায় ঝটিকা মিছিলের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে দক্ষিণ জেলা ছাত্রদল।
এদিকে, চট্টগ্রামে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে ইটপাটকেল, টায়ার ও টর্চ এবং কেরোসিন ভর্তি বোতল উদ্ধার করেছে। হরতালের সমর্থনে ভোলায় মিছিলের সময় নাশকতার আশঙ্কায় যুবদল ও জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনার কেন্দুয়া থানায় শনিবার রাতে হাঁস বোঝাই একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাস টার্মিনালের সামনে দাঁড়ানো ছিলো বাসটি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ির ভেতরে থাকা বেশিরভাগ অংশই পুড়ে যায়।
গাজীপুর মহানগরের পুবাইলে একটি সিমেন্ট কোম্পানির ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে ভান্ডারী এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহীতে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রাতে একটিতে এবং আরেকটি বাসে সন্ধ্যার দিকে আগুন দেয়া হয়।
খুলনায় নতুন বাজার এলাকা থেকে শুরু করে গগন বাবু রোড কয়লাঘাট এলাকায় শেষ হয় মহানগর ও জেলার নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। সিলেট নগরীতে ট্রাক ও অটোরিকশায় ভাঙচুর করেছে যুবদলের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
নারায়ণগঞ্জে যুবদলের নেতৃত্বে ঝটিকা মিছিল শেষে সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এদিকে আড়াইহাজারে মদনগঞ্জ-নরসিংদী হাইওয়ে সড়কে হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মানিকগঞ্জের হরতালের দ্বিতীয়দিনে ঢাকা- আরিচা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে হরতালের সমর্থনে পিকেটিং করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে সকাল সাড়ে ৭ টার দিকে বেউথা আঞ্চলিক সড়কে ঝটিকা মিছিল করে পৌর স্বেচ্ছাসেবক দল।
দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি বাজার সংলগ্ন বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা৷ বিক্ষোভ চলাকালে ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হবিগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা যুবদল।