হলমার্ক কেলেঙ্কারিতে তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের দুর্নীতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।
জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালে ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ক্ষমতা ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
দীর্ঘ শুনানির পর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন, ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম। রায়ে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়াও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বড় ধরনের দুর্নীতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে বলে আদালত রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে বলে জানান দুদকের আইনজীবী। হলমার্ক কেলেঙ্কারির মোট মামলা ছিল ৩৯ টি। এর মধ্যে অর্থ কেলেঙ্কারির ১১টি মামলার মধ্যে আজ একটি মামলার রায় হলো।