হাইকোর্টের নির্দেশে গাজীপুরে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদফতরের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
হাইকোর্টের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।
দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কালিয়াকৈর উপজেলার সোনাখালীর কেবিসি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। একইসঙ্গে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করে। পূবাইলের জেআরএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেঙ্গে দেয়া হয় ইটভাটার স্থাপনা। এছাড়াও, অবৈধভাবে মাটি ব্যবহারের অভিযোগে ওই এলাকার আরো তিনটি ইটভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে ।