হাইতির প্রেসিডেন্ট হত্যার অন্যতম প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যার অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে দেশটির এক সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। জ্যামাইকার পুলিশ গতকাল এই তথ্য জানিয়েছে।
আটক ওই ব্যক্তির নাম জোয়েল জোসেফ। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের অনুরোধের প্রেক্ষিতে জোয়েল জোসেফকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে এই হত্যাকান্ডের তদন্ত চলছে। গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের ব্যক্তিগত বাসভবনে হত্যার শিকার হন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এই হত্যার জেরে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে অনুসন্ধানের পাশাপাশি গ্রেপ্তার অভিযান শুরু হয়।