হাওরাঞ্চলে অবহেলিত সুনামগঞ্জ বিসিক শিল্পনগরী
- আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শিল্পক্ষেত্রে পিছিয়ে পড়া হাওরাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে ৫ বছর আগে গড়ে ওঠে সুনামগঞ্জ বিসিক শিল্পনগরী। সিলেট-সুনামগঞ্জ সড়কের ওয়েজখালী এলাকায় ১৬ একর জমির উপর ১১৬টি প্লট নিয়ে তৈরি হচ্ছে বাণিজ্যিক প্লট। শিল্পনগরীর প্রাণ চাঞ্চল্য ফিরে পেতে উদ্যোক্তাদের ঋণ সহায়তা, গ্যাস সংযোগ ও রাস্তাঘাটের উন্নয়নে গুরুত্ব দেয়ার দাবী ক্ষুদ্র উদ্যোক্তাদের।
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সহায়তায় ২০০৬ সালে সুনামগঞ্জের ওয়েজখালী এলাকায় ১৬.১৫ একর জমির মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজের ১১৬টি শিল্প প্লট নিয়ে বিসিক শিল্প নগরীর যাত্রা শুরু করে। ২০০৭ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১০৬টি প্লট বরাদ্দ দেয়া হয়। ১০টি শিল্প প্লট এখনও বরাদ্দ দেয়া যায়নি।
শিল্পনগরীর উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা, জ্বালানী ও গ্যাস সংযোগ সহজতর করা হলে হাওরাঞ্চলের বেকার যুবক-যুবতীদের বিকল্প কর্মসংস্থানের পাশিপাশি গতিশীলতা ফিরে পাবে বিসিক শিল্প নগরী।
১১৬টি শিল্প প্লটের মধ্যে ১০৬টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। যার ২৬টি শিল্প ইউনিট চালু এবং ২৪টি শিল্প ইউনিট চালুর অপেক্ষায় রয়েছে বলে জানায় এই শিল্প কর্মকর্তা।
শিল্পনগরীটির গতিশীলতা বাড়াতে ঋণ সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।