হাওরে ১১ দিনে পানিতে তলিয়েছে ২০ হাজার মেট্রিক টন ফসল
- আপডেট সময় : ০২:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক জেলার কৃষকের কপাল পুড়ছে হঠাৎ আসা পাহাড়ি ঢলের পানিতে। উত্তর-পূর্বের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনো ও কিশোরগঞ্জের হাওরগুলোতে ধানে কেবল রং ধরেছিল। এর মধ্যেই ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর। উঠতি ধান হারিয়ে দিশেহারা কৃষক।
উত্তর-পশ্চিমাঞ্চলে তিস্তা ও যমুনায় পানি বাড়ায় চরে চাষ করা পেঁয়াজ, রসুন, মরিচ, ভুট্টা, কাউন, তরমুজসহ অন্যান্য ফসল ডুবে যাচ্ছে। অথচ এই সময়ে তিস্তা-যমুনায় এভাবে পানি বাড়ার কথা নয়। ভারতের আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ঢল ভাসিয়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন। হাওরাঞ্চলে এ পর্যন্ত ৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নগদ অর্থ ও কৃষিঋণ মওকুফসহ কৃষি মন্ত্রণালয় থেকেও সহায়তা করা হবে।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ৬০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। হাওরে আকস্মিক এ বন্যায় ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার মেট্রিক টন ফসলের।