দু’বছরেও পূরণ হয়নি মেয়র লিটনের ৭৭ প্রতিশ্রুতি, ফের নতুন স্বপ্ন দেখাচ্ছেন বাজেটে
- আপডেট সময় : ০২:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দু’বছর আগে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর কোনোটিই মোটাদাগে পুরণ হয়নি রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের। তবে এবার হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে রাজশাহীকে বদলে দেয়ার নতুন স্বপ্ন দেখাচ্ছেন তিনি। টাকার অংকে সর্বকালের রেকর্ড ভেঙেছে এই প্রস্তাবিত বাজেট। কিন্তু নেই কোনো উল্লেখযোগ্য নতুন প্রকল্প। ঘুরে ফিরে পুরাতন প্রকল্পেই বরাদ্দ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মমুখী প্রকল্প না থাকলে কল্পনাবিলাসী এই বাজেটের কোনো ফল পাবে না নগরবাসী।
২০১৮ সালের ৩০জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনের আগে ৭৭টি প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। কথা দিয়েছিলেন, মেয়র নির্বাচিত হলে- রাজশাহীকে বানাবেন মেগাসিটি। ভোটারদের মন কেড়েছিলেন এক লাখ বেকার তরুণ-তরুণীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে। কৃষিভিত্তিক শিল্প কারখানা, হাসপাতালকে এ হাজার বেডে উন্নীত, প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন করে রাজশাহীকে বদলে দেয়ারও শ্লোগানে জোয়ার তুলেছিলেন পাড়ামহল্লায়।
এরপর প্রায় দু’বছর শেষ হচ্ছে। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের খবর নেই নগরবাসীর কাছে। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় বাজেটে টাকার অংকে চমক থাকলেও উল্লেখ নেই , সময় উপযোগী ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের।
করোনার থাবায় মানুষ বিপদাপন্ন হলেও স্বাস্থ্যখাত নিয়ে সুনির্দিষ্ট কোনো উন্নয়ন পরিকল্পনার কথা নেই আগামী অর্থবছরের বাজেটে।
বিশ্লেষকরা বলছেন, গুরুত্ব বিবেচনায় প্রকল্প না নিয়ে কেবল বাণিজ্যিক প্রকল্পেই বেশি আগ্রহ সিটি কর্পোরেশনের। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হবে না।
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৫৪৭ কোটি টাকা, যা সংশোধিত হয়ে নেমে আসে ৪৭৩ কোটি টাকায়। তবে ২০২০-২০২১অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯৯৬ কোটি টাকা।