হাজার কোটি টাকা ব্যয়ের পরও টানা বৃষ্টিতে আবারো আগের মতোই ডুবে যাচ্ছে রাজধানী
- আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয়ের পরও টানা বৃষ্টিতে আবারো আগের মতোই ডুবে যাচ্ছে রাজধানী ঢাকার বেশিরভাগ অংশ। সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে তোড়জোড় হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। কয়েক ঘণ্টার বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা শহর। ঢাকার অনেক অলিগলি ও কয়েকটি সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন পথচারী ও অফিসগামীরা। কোথাও কোথাও ছিলো হাঁটুপানি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এমন ধারা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।
সকাল থেকে শ্রাবণের ভারী আকাশ থেকে বৃষ্টির ঝরছে। একটু থামে, আবার ঝেঁপে নামে। গত দু’দিন আবহাওয়ার চিত্র এ রকমই।
একটু বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে তোড়জোড় হলেও সমস্যার সমাধান হয় না।
টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা শহর। প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন সংযোগ সড়কে পানি জমে যায় । কোথাও কোথাও ছিলো হাঁটুপানি। এতে দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় ঢাকাবাসীকে।
জলাবদ্ধতা নিরসনে বছর বছর খাল ও ড্রেনের পেছনে ব্যয় করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু এতে কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং এই দুর্ভোগ আরও ভয়াবহ হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর।
আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৮৭ মিলিমিটার। দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, সিরাজগঞ্জের তাড়াশে ১২২ মিলিমিটার। মৌসুমী বায়ুর প্রভাবে আরো দুই-তিন দিন এমন বৃষ্টি হতে পারে।