হাতিরঝিলের চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির অস্বাভাবিক ভাড়া ক্ষুব্ধ যাত্রীরা
- আপডেট সময় : ১১:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির ভাড়া অস্বাভাবিক বেড়েছে। জ্বালানি তেলের কারণে সরকার রাজধানীতে বাস ভাড়া ১৬ শতাংশ বাড়ালেও হাতিরঝিলে বেড়েছে ৩৩ শতাংশ। অন্যদিকে সরকার লঞ্চভাড়া না বাড়ালেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির ভাড়া ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। তবে বাস ও ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারীরা এ ব্যাপারে মন্তব্য করেনি।
দৃষ্টিনন্দন হাতিরঝিলকে ঘিরে সড়কে চলাচলকারী চক্রাকার বাস ও লেকের পানিতে
চলাচলকারী ওয়াটার ট্যক্সি এতোদিন নগরবাসীর স্বস্তির বাহন হলেও ভাড়া বৃদ্ধির কারণে তা অস্বস্তিত্বে রূপ নিচ্ছে।
সাত মাস আগে চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়। তখন ১০ টাকার ভাড়া ১৫ টাকা, ১৫ টাকার ভাড়া ২০ টাকা আর ২০ টাকার ভাড়া ৩০ টাকা করা হয়। ওয়াটার ট্যক্সির ভাড়াও বাড়ানো হয়।
৫ আগস্ট জালানি তেলের দাম বৃদ্ধির পরপরই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে হাতিরঝিলের জলে ও সড়কে চলাচলকারী চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়। এবার বাস ও ওয়াটার ট্যক্সির ভাড়া ৩৩ শতাংশ বাড়ানো হয়। ৩০ টাকার ভাড়া ৪০ টাকা এবং ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়।
সরকারিভাবে রাজধানীতে বাস ভাড়া ১৬ শতাংশ বাড়ানো হলেও হাতিরঝিলের চক্রাকার বাসে বেড়েছে ৩৩ শতাংশ। এ নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা।
সরকারিভাবে নৌপথের ভাড়া না বাড়ালেও হাতিরঝিলের লেকে চলাচলকারী ওয়াটার ট্যাক্সির ভাড়া ৩৩ শতাংশ বাড়িয়ে আদায় শুরু হয়েছে। যাত্রীরা বলেন, এ ধরণের পদক্ষেপের কর্তৃপক্ষীয় কোনো অনুমোদন নেই।
যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে,
চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির কাউন্টারে দায়িত্বরতরা কোনো সদুত্তর দিতে পারেনি।
হাতিরঝিলের সড়ক ও লেকে মাত্র ৫/৬ কিলোমিটার দূরত্বে চলাচলকারী চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সির সঠিক ভাড়া নির্ধারণে আশু কর্তৃপক্ষীয় হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ যাত্রীরা।