হামলার তৃতীয় দিনেও ইউক্রেনে রুশ বাহিনীর তান্ডব
- আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইউক্রেন হামলার তৃতীয় দিনেও রাজধানী কিয়েভে তান্ডব চালিয়েছে রুশবাহিনী। চলছে দুপক্ষে তুমুল সংঘর্ষ। শেষ পর্যন্ত দেশ শেষ রক্ষায় রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
শনিবার সকাল থেকেই চলছে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানীর বিভিন্ন স্থানে ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে রুশ স্পেশাল ফোর্সের তুমুল লড়াই চলছে। ইউক্রেন সরকার স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিয়েছেন ১৮ হাজার মেশিনগান।
কিয়েভসহ ইউক্রেনের প্রধান শহরগুলো নিয়ন্ত্রণে অগ্রসর হচ্ছে রুশ সেনাবাহিনী। ঘিরে ফেলা হয়েছে রাজধানী কিয়েভের চারদিক। যেকোন সময় হতে পারে পতন। এক বিবৃতিতে কিয়েভ সরকার জানায়, এ মুহূর্তে শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।
অবশেষে নিজের দেশ রক্ষায় রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও স্থান ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলছে কিয়েভ।
এরইমধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভ সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে দেশটির ৫০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছে । তাদের অধিকাংশই আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী পোল্যান্ড এবং মলদোভায়।