হামাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হবে: নেতানিয়াহু
- আপডেট সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
হামাসের খোঁজে ইসরায়েল প্রতিটি জায়গায় যাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু৷ হামলা, পাল্টা হামলায় ইতোমধ্যে দুই পক্ষের কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন৷
গাজা উপত্যকা থেকে শনিবার চরমপন্থি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলি বসতিতে হামলা চালানোর পাশাপাশি স্থানীয়দের জিম্মি করে৷ ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, গাজা সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে আটটি স্থানে সম্ভাব্য হামলাকারীদের সন্ধান চালাচ্ছে তারা৷
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর ইউরোপীয় প্রেস ডেস্কের প্রধান মাশা মাইকেলসন ডয়চে ভেলেকে জানিয়ছেন গাজা সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে কয়েক লাখ মজুদ সেনাকে পশ্চিমাঞ্চলে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা খুবই কঠিন ২৪ ঘণ্টা পার করেছি৷ অভূতপূর্ব অনুপ্রবেশ ও সাধারণ নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছে হামাস৷”
গতকাল থেকে ৪২৬টি টার্গেটে হামলার কথা জানিয়েছেন তিনি৷ এরমধ্যে ১০০টি চালানো হয়েছে ইউএভি বা চালকবিহীন উড়োজাহাজ দিয়ে৷
হামাস শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর অতর্কিত হামলা শুরু করে৷ ঐতিহাসিক ইয়ম কিপুর যুদ্ধের ৫০ বছর পূর্তির সময়ে এই হামলার ঘটনা ঘটে৷
হামাস কীভাবে এমন অতর্কিত হামলা চালাতে সক্ষম হলো তা বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান মাশা৷
দুই পক্ষের কয়েকশ মুত্যু
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩১৩জন মারা গেছেন বলে রোববার জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়৷ নিহতদের মধ্যে ২০ শিশু রয়েছে৷ তাদের হিসাবে আহতের সংখ্যা ২০০০ জনের মতো৷ এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনীর হামলায় এক শিশুসহ সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ৷
ইসরায়েলে উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে ৩০০ জন প্রাণ হানিয়েছেন৷ শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫৯০ জন আহত হয়েছেন৷ অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ২০০ জনের বেশি ইসরায়েলি নাগরিক নিহত ও ১০০০ এর উপরে আহত হয়েছেন৷
লেবাননের সঙ্গে উত্তেজনা
এদিকে, লেবাননের হেজবুল্লাহ ইসরায়েল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান মালভূমিতে হামলা চালিয়েছে বলে বিবৃতি দিয়েছে৷ ইসরায়েলের সেনারা রোববার সকালে জানিয়েছে তারা এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে কামান থেকে গোলা ছুঁড়েছে৷
লেবাননের দক্ষিণ সীমান্তে নিয়োজিত জাতিসংঘের শান্তিবাহিনী জানিয়েছে, উত্তেজনা নিরসনে তারা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে৷
হামাসকে পরাজিত করার অঙ্গীকার নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে পরাজিত করার অঙ্গীকার করেছেন৷ ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ এই যুদ্ধ শেষ হতে সময় লাগবে বলেও টেলিভিশন বক্তৃতায় দেশটির নাগরিকদের জানিয়েছেন তিনি৷
নেতানিয়াহু বলেন, যা ঘটেছে তা ইসরায়েলে এর আগে কখনও দেখা যায়নি৷ ‘‘এই কালো দিনের শক্তিশালী প্রতিশোধ নেয়া হবে”, বলেন তিনি৷ হামাস যেসব স্থানে লুকিয়ে রয়েছে তার প্রত্যেকটি জায়গায় ইসরায়েল অনুসন্ধান চালাবে বলেও জানান নেতানিয়াহু৷ তিনি আরো বলেছেন, ইসরায়েলের বন্দি সেনা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও তাদের সুস্থতার জন্য হামাস দায়ী থাকবে৷
হামাসের বিরুদ্ধে ইসরায়েলে অভিযান চলাকালে গাজায় বিদ্যুৎ, জ্বালানি এবং পণ্য সরবরাহ বন্ধ থাকবে বলে নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে৷
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
রোববার পোপ ফ্রান্সিস ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাস ও যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না৷’’
সংযম ও যদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন৷
হামাস যাতে হামলা বন্ধ করে তা নিশ্চিত করতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন৷
ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে দেশটির পতাকার রঙ্গে শনিবার বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেইটে আলো জ্বালানো হয়েছে৷
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই ছবি পোস্ট করে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস লিখেছেন, ‘‘ইসরায়েলের প্রতি সংহতি৷”
অন্যদিকে আরব লিগের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ৷
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ