হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধানের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নেয়া চক্র গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
নিখোঁজ ও হারিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান দেয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছে থেকে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর বংশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, চক্রটি নিজেদেরকে পুলিশ ও চিকিৎসকের ভূয়া পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তিরা দুর্ঘটনার পড়েছে জানিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।
এভাবে পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হারানো ব্যক্তিদের স্বজনদের নাম্বার সংগ্রহ করে, ফোনে সন্ধান দেয়ার আশ্বাসে, তাৎক্ষণিক জরুরী চিকিৎসা ও মুক্তির জন্যে পুলিশ-রেব ও চিকিৎসকের পেশার পরিচয়ে ভূক্তভোগী পরিবারের কাছে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো মোস্তাফিজের নেতৃত্বাধীন প্রতারক চক্র।
প্রতারনার কৌশল ঝালকাঠির আরেক প্রতারক মনিরুল ইসলাম মনির কাছ থেকে রপ্ত করেছে অস্টম শ্রেনী পাশ মোস্তাফিজ। ২০১০ সালে নিজ এলাকা জামালপুরে পরিবার ও প্রতিবেশীর নিটক বহু ধার দেনা পরিশোধ করতে না পেরে মোস্তাফিজ পালিয়ে যায় চট্টগ্রামে। সেখানেই গুরু মনির কাছ থেকে প্রতারণা অভিনব কৌশন শিখে, নিজেই চক্র তৈরী করে শুরু করেন প্রতারণা।
গোয়েন্দা জিজ্ঞাসাবাদে প্রতারণা করে ৬ মাসে বিকাশ ও নগদে সাড়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার তথ্য জানায় প্রতারকরা।
চক্রের মূলহোতা মোস্তাফিজসহ ৩ সদস্যকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।টাকা চেয়ে ফোনকলের বিষয় যাচাই-বাছাই না করে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার