হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৯৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ ২২ জানুয়ারি রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি সম্পর্কে অবগত করেছেন।