হালুয়াঘাটে বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছেন ইউপি চেয়ারম্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাটে দুলাল মিয়া নামে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে, গাজির ভিটা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়রা জনায়, সদর ইউনিয়নের মুজাখালি গ্রামের দুলাল মিয়ার জায়গা থেকে মাটি নিয়ে রাস্তার কাজ করছেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এতে বৃদ্ধ দুলাল মিয়া বাঁধা দেয়ায় চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি হয়। পরে চেয়ারম্যান উত্তেজিত হয়ে দুলালকে তার নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদের সামনে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে, আহত দুলালকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।