হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইমরান খান
- আপডেট সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এর আগে লং মার্চ চলাকালে তাকে হত্যার উদ্দেশ্য গুলি চালানো হয়। এতে তার পায়ে গুলি লাগে। পরে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়ার কয়েক ঘণ্টা আগে ইমরান খান জানান, আগাম নির্বাচনের দাবিতে আবারও রাজধানী ইসলাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু হবে কাল থেকে। এদিকে ইমরান খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে পিটিআই নেতাসহ ২৪ জনের নামে মামলা করেছে পুলিশ। সরকারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ৩ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হন।