হাসপাতাল থেকে ভিডিওকলের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক করেছেন সৌদি বাদশাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রিয়াদের হাসপাতাল থেকে ভিডিওকলের মাধ্যমে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
একদিন আগে পিত্তথলিতে প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৮৪ বছর বয়সী এ শাসককে । তার শরীরিক অবস্থা স্থিতিশীল আছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভিডিওতে সালমানকে বৈঠকে সভাপতিত্ব করতে দেখা গেছে । বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে ২০১৫ সাল থেকে শাসন করছেন বাদশাহ সালমান। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে , জর্ডান, বাহরাইন ও কুয়েতি নেতাদের কাছ থেকে আসা ফোনকল রিসিভ করেছেন সৌদি বাদশাহ ।