হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহ শনাক্তের আগে ক্ষতিপূরনের বিষেয় হস্তক্ষেপ নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মরদেহ শনাক্তের আগে ক্ষতিপূরনের বিষেয় হস্তক্ষেপ নয়। আহতদের তালিকা প্রকাশ করে চিকিৎসা নিশ্চিত করতে হবে। হাইকোর্ট পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে।
নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি এবং আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি এনায়েতুর রহিম। রিট আবেদন দাখিল করেছে চার সংগঠন।
আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি শনিবার রাতে ই-মেইলে আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠান। রিটে নিহত শ্রমিকের পরিবারকে ১ কোটি টাকা করে এবং আহত শ্রমিককে ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়।