হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও বন্ধ রয়েছে খালাস প্রক্রিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও বন্ধ রয়েছে খালাস প্রক্রিয়া। শতাধিক ট্রাক রয়েছে খালাসের অপেক্ষায়। এতে বিপদে পড়েছেন আমদানিকারকরা।
হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন জানান, গেল ২৩ জুলাই থেকে ভারতীয় ২৫টি ট্রাকে ৯ হাজার ২৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে- যা বর্তমানে খালাসের অপেক্ষায় রয়েছে। ব্যাংকগুলোতে এলসি মার্জিন শতভাগ করায় লোকসানের আশঙ্কায় আমদানিকৃত চাল খালাস করা হচ্ছে না। ব্যাংক মার্জিন রেট ও শুল্ক কমানো হলে কিছুটা লোকসান কাটিয়ে বাজারে চাল সরবরাহ করা সম্ভব হবে। হিলি স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানায়, বন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। খালাসের অপেক্ষায় রয়েছে ১০০ ট্রাক।