হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে ভারতীয় হাইকমিশনার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্যে কি-কি সুবিধা-অসুবিধা রয়েছে সেসম্পর্কে বাংলাদেশের ব্যবসায়িদের সাথে কথা বলেন। সেসময় তার সঙ্গে ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদসহ অনেকে।
এদিকে, কুমিল্লার ময়নামতিতে কমনওয়েলথ যুদ্ধ সমাধি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিক্সন। সকাল সোয়া ১০টার দিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের যুদ্ধ সমাধি পরিদর্শনে আসেন। এরপর ঘন্টাব্যাপী সমাধি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।