হুইল চেয়ারে করেই শিগগিরই প্রচারে ফেরার ঘোষণা মমতা ব্যানার্জীর
- আপডেট সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হুইল চেয়ারে করেই শিগগিরই প্রচারে ফেরার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়েই কর্মী-সমর্থকদের ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তিনি জানান, কয়েক দিনের মধ্যেই আবার প্রচারে ফিরবেন তিনি। এ সময়ে দলের কর্মীদের শান্ত থাকারও অনুরোধ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
বুধবার সন্ধ্যায় নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আহত হলে সরাসরি তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার পায়ে প্লাস্টার করে দেন চিকিৎসক। তিনি বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া পায়ের পাতা, ডান হাত, গলা ও ডান পাশের কাঁধেও চোট লেগেছে তার।
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের অভিযোগ, নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বেরোনের সময় ৪/৫ জনের একটি দল মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেয়। সেই সময় গাড়ির দরজায় লেগে পায়ে চোট পান তিনি। এরইমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। বুধবার মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন,চক্রান্ত করে তাকে ধাক্কা দেয়া হয়েছে । তবে বৃহস্পতিবার দেয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কোন কথা বলেননি মমতা।
হাসপাতালে মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।