এরশাদকে নিয়ে কটুক্তি করায় প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবেঃ জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের একজন প্রতিমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাকে কটুক্তি করে এবং রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। এজন্য তাকে ক্ষমা চাইতে হবে।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর মহানগর ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সাথে সকল ধর্মের অধিকার সাংবিধানিক ভাবেই নিশ্চিত করেছিলেন এরশাদ। এসময় তিনি আরও বলেন, আইন করে, উপযুক্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করে সংবিধান অনুযায়ী সকল ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে।