হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে নিজ জেলা রংপুরে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি চলছে
- আপডেট সময় : ০৩:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে তার নিজ জেলা রংপুরে কবর জিয়ারত, দিনভর কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ চলছে নানা কর্মসূচি। রংপুর সিটির ৩০টি পয়েন্টে কোরআন তেলাওয়াত ও হুসেইন মুহাম্মদ এরশাদের গুরুত্বপূর্ণ ভাষণ মাইকে বাজানো হচ্ছে। সারাদিন নানা আয়োজনে সাবেক এই রাষ্ট্রপতির স্মরণে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ নানা বাড়ি কুড়িগ্রামে লাল দালানে খ্যাত বাড়িতে জন্মগ্রহণ করেন। রংপুরের সেনপাড়া স্কাই ভিউতে কেটেছে তার শৈশব-কৈশোর।
তিনি রংপুরের সন্তান হয়ে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন বলে দাবি এরশাদ ভক্তদের।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্থানীয় নেতারা। বলেন, এরশাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এ অঞ্চলের মানুষ আবার লাঙ্গল মার্কায় ভোট দেবে।
সাবেক এই রাষ্ট্রপতির কারণে রংপুরকে সারাদেশের মানুষ চিনেছে । তিনি আধুনিক বাংলাদেশের কারিগর। উন্নয়নের ভিত্তি তার হাত ধরেই। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল সবাই মনে রাখবে বলেও জানান সিটি মেয়র ।
২০১৯ সালের ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচ এ মারা যান। তবে উন্নয়ন ও ভালোবাসার এরশাদ রংপুরের মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল।