হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টি থেকে সরিয়ে দেয়া হয়েছে রাসেল ডোমিঙ্গোকে। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে মনযোগ দেবেন তিনি। এশিয়া কাপে দলের কৌশল শ্রীধরন শ্রীরাম সাজাবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ডোমিঙ্গোকে সরিয়ে দিলেও হেড কোচের দাবি, মানসিক চাপ সামলাতেই টি-টুয়েন্টি থেকে বিশ্রাম নিচ্ছেন তিনি।
গেলো কয়েক সপ্তাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের টি-টুয়েন্টি ক্রিকেট আর হেড কোচ রাসেল ডোমিঙ্গো। এই ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতার দায় সবচেয়ে বেশি চেপেছে হেড কোচের উপর। তাই গুঞ্জন ছিলো আর থাকছেন না রাসেল ডোমিঙ্গো। ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীধরন শ্রীরামের নিয়োগের পর, তা নিশ্চিত হলো। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা।
নিয়োগের তিন বছর পর এক ফরম্যাট থেকে বিশ্রাম নিতে হলো রাসেল ডোমিঙ্গোকে। অন্তরে যাই থাকুক বিসিবি সিদ্ধান্ত মেনে নিয়েছেন এই প্রোটিয়ান কোচ।
(মানসিক প্রশান্তির জন্য আমার বিশ্রাম দরকার। যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে আমি সম্মান জানাই। এখন থেকে আমি বাকি দুই ফরম্যাটই মনোযোগ দিতে চাই।)
টেস্ট ও ওয়না ডে ফরম্যাটই নয়, দেশের ঘরোয়া ক্রিকেট নিয়েও কাজ করবেন রাসেল ডোমিঙ্গো। প্রোটিয়া কোচের কাছে একটা পরিকল্পনাও চেয়েছে বিবিসি।
হেড কোচ ছাড়াই এশিয়া কাপ মিশনে যাবে বাংলাদেশ। ডোমিঙ্গো অবর্তমানে ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন শ্রীধরন শ্রীরাম আর দলের সার্বিক দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন।