হেফাজতের সাম্প্রতিক সহিংসতায় বিএনপি জড়িত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হেফাজতের সাম্প্রতিক সহিংসতায় বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মতবিনিময় সভায় দেয়া ভার্চূয়াল বক্তব্যে এ দাবি করেন তিনি। দুপুরে মিন্টু রোডের সরকারি বাসভবনে দেয়া ব্রিফিংয়ে হেফাজত নেতা মামুনুল হকের উপযুক্ত শাস্তি দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কোন আলেম ওলামা নয়, সহিংসতায় সরাসরি জড়িতদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে হেফাজতে ইসলামের পক্ষ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
এদিকে, দুপুরে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জাবাব দেন তিনি।
অন্যদিকে, রাজধানীর কলাবাগানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা সার্ভিস প্রদানের উদ্বোধন করে স্বেচ্ছাসেবক লীগ।
এতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক হুঁশিয়ারি দেন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, জামাত, বিএনপি ও হেফাজতে ইসলাম একই সুতোয় গাঁথা।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।