হোলি আর্টিজানে হামলার ৭ বছর আজ
- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
বহুল আলোচিত রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার সাত বছরপূর্তি আজ। নারকীয় সেই হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, তবে এর সুপ্ত বীজ রয়ে গেছে। নতুন যে নামেই আসুক, দেশের মাটিতে জঙ্গিদের ঠাঁই হবেনা। নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাপান, ইতালী ও ভারতের রাষ্ট্রদূতরাও।
গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারী।
এখানেই ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে নারকীয় হামলা চালায় নব্য জেএমবির একটি সশস্ত্র দল। সেদিন জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্যসহ প্রাণ হারান ২২ জন।
শনিবার তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইতালি, জাপান, ভারতের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দূতাবাস। হলি আর্টিজানে ফুল হাতে হাজির হন বিভিন্ন দেশের নাগরিকরা।
ভারতীয় হাইকমিশনার বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ভারত-বাংলাদেশ এক সাথে কাজ করে যাচ্ছে।
গুলশানে হলি আর্টিজানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্মম্ভে ফুল দেন ডিএমপি কমিশনারসহ অনেকে।
ডিএমপি কমিশনার বলেন, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, তবে এর সুপ্ত বীজ রয়ে গেছে। নতুন করে যে নামেই আসুক, জঙ্গিদের ঠাঁই হবে না দেশে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে হলি আর্টিজানে ভয়াবহ হামলা করে জঙ্গিরা।
২০১৬ সালের সেই হামলার পরদিন ২ জুলাই সকালে অপারেশন থান্ডারবোল্ট নামে কমান্ডোদের এক অভিযানে পাঁচ জঙ্গির লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এক রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার ও পালিয়ে বের হয়ে আসার পর হাসপাতালে আরেক হেকর্মীর মৃত্যু হয়।