হোয়াইটওয়াশের লক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশের লক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রোভিডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে ভরাডুবির পর ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ৯ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে চান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। যারা এখনো খেলার সুযোগ পাননি তাদের সুযোগ করে দিতে চান তিনি। ফলে আজকের ম্যাচে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। এদিকে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।