১শ’ থেকে ২৫০শয্যার হাসপাতালে উন্নীত হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল
- আপডেট সময় : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
১শ’ থেকে ২৫০শয্যার হাসপাতালে উন্নীত হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল। ইতোমধ্যেই প্রায় ৯৫ ভাগ কাজ শেষ। চলতি বছরের মাঝামাঝি হাসপাতালটি চালু করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হাসপাতালটি চালু হলে নরসিংদীসহ আশপাশের জেলার অনেকে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিতে পারবেন বলে মনে করছেন এলাকাবাসী।
২০১৮ সালের শেষ দিকে ৪র্থ এইচ.পি.এন.এস.পি প্রকল্পের আওতায় শুরু হয় নরসিংদী জেলা হাসপাতালের নতুন ভবনের কাজ। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে গণপূর্ত বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালটি চালু হলে স্বাস্থ্যসেবায় একটি মাইলফলকের উন্মোচন হবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা। শুধু নরসিংদী নয়, আশপাশের জেলা ও ঢাকা-সিলেট মহাসড়কের বেশিরভাগ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় এই হাসপাতালে নেয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় ঢাকায়। এটি চালু হলে ঢাকায় আর যেতে হবে না, বলে মনে করেন স্থানীয়রা। হাসপাতালটিকে মেডিকেল কলেজ করারও দাবী তাদের।
কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটি হলে একদিকে যেমন স্বাস্থ্যসেবার মান বাড়বে অন্যদিকে হাসপাতালে আইসিইউ, সিসিইউসহ ভাল মানের বিশেষজ্ঞ চিকিৎসক থাকলে চাপ কমবে ঢাকার উপরও।
গত বছর চালু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কিছুটা দেরী হলেও এবছরের মাঝামাঝিতে হাসপাতাল চালু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি হাসপাতালে নতুন সুযোগ-সুবিধাও থাকবে বলে জানান তিনি।
দ্রুত কাজ শেষ করে আধুনিক চিকিৎসা সেবার মান নিশ্চিত করবে সরকার—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।