১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সাত হাজার চারশ চুয়াল্লিশ কোটি সাত লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। মঙ্গলবার সকালে এ বৈঠকে অংশ নেন উত্থাপিত প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রীরা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতীত্বে সকালে রাজধানীর আগারগাঁও এর পরিকল্পনা কমিশনে বসে এ সভা। গণভবন থেকে এতে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী। দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিয়ে এসময় প্রধানমন্ত্রী খোঁজ নেন। উন্নয়ন প্রকল্পগুলো পরিমিত ব্যয়ে এবং মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন তিনি। এছাড়া অন্যান্য উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।