১০ম দিন বিক্ষোভে উত্তাল রয়েছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে চলমান আন্দোলনের ১০ম দিন বিক্ষোভে উত্তাল রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ইতিহাস বিভাগের অনুমোদনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনায় অনড় রয়েছে আন্দোলনকারীরা। গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে।