১০ জেলায় মোট ১৬০ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ১২:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে একদিনে আরো ১১০ জন, হবিগঞ্জে ১৫ জন, বগুড়ায় ১১, পিরোজপুর ৬, চুয়াডাঙ্গায় ৫, ফেনীতে ৪, ঝিনাইদহে ৩, গোপালগঞ্জে ২, ময়মনসিংহে ২ ও দিনাজপুরে ২ জনসহ ১০ জেলায় মোট ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গেলরাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। রাত ১১টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন পজেটিভ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
হবিগঞ্জে ২৪ ঘন্টায় ৫ মহিলাসহ আরো ১৫ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে সদরে ২, লাখাইতে ১, নবীগঞ্জে ৫, আজমিরীগঞ্জে ৫ ও চুনারুঘাটের ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জন।
বগুড়া শহরের জলেশ্বরীতলায় একই পরিবারের ৭ জনসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ মে তারা ঢাকা থেকে বগুড়ায় আসে। এছাড়া স্থানীয় চার পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত।
পিরোজপুরে একদিনে আরও ৬ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি, মরিচাল ও শারিকতলা ইউনিয়নের এবং অপরজন ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নের।
চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় মেডিকেল টেকনিশিয়ান ও হিসাব রক্ষণ অফিসের স্টাফসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
ফেনীতে নতুন করে শিশুসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় শিশুসহ দু’জন এবং দাগনভূঞা ও ফুলগাজীতে আরো ২ জন শনাক্ত হয়েছে।
ঝিনাইদহে এক চিকিৎসকসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শৈলকুপায় ১ জন, সদর উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জন।
গোপালগঞ্জে ২৪ ঘন্টায় ২ চিকিৎসকের করোনা ভাইরাস শনাক্ত হয়ছে। আক্রান্ত দুই চিকিৎসকই সম্প্রতি ঢাকা থেকে গোপালগঞ্জ আসেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ।
ময়মনসিংহে এক স্বাস্থ্যকর্মীসহ আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী এবং সদর উপজেলার একজন। এ নিয়ে জেলায় ২৩২ জনের করোনা শনাক্ত হলো।
দিনাজপুরের সদর ও বিরামপুর উপজেলায় ২৪ ঘন্টায় আরো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৫৩ জনের মধ্যে ১০ জন নারী ও ৩ জন শিশুও রয়েছে।