১০ বছর ধরে শিকল বন্দি জীবন কিশোরীর
- আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০৬ বার পড়া হয়েছে
১০ বছর ধরে শিকল বন্দী জীবন কাটছে গাইবান্ধার সাদুল্লাপুরের জান্নাতির। বাবা মারা যাওয়ার পর মা অন্যের বাড়িতে কাজ করে খাবার জোটে মানষিক ভারসাম্যহীন মেয়ের। টাকার অভাবে হচ্ছেনা চিকিৎসা। তবে জেলা পুলিশের পক্ষে থেকে সরব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার মান্দুয়ারপাড়া গ্রামের মেয়ে জান্নাতী খাতুন। পায়ের এ শিকলই সারাদিনের সঙ্গী। ১৭ বছর বয়সী জান্নাতি পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। কিন্তু বছর ৬ এক আগে হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারান মেধাবী মেয়েটি। পায়ে শিকল পড়ানো হয় ৫ বছর আগে।
কিছুদিন আগে জান্নাতির ঠাঁই হয়েছে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে। অন্যের বাড়িতে কাজ করেন মা । সুস্থ করতে স্থানীয় বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেলেও, অর্থের অভাবে তা আগাতে পারেনি বেশি দূর।
এদিকে, চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
স্বজনদের আশা দ্রুত চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরবে জান্নাতী।